ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকার

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে বড় অংকের। সপ্তাহের ব্যাবধানে ডিএসই ৩ হাজার ৩৫২ কোটি ৮৬ লাখ টাকার বাজার মূলধন হারিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৮৯০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩২ কোটি  ৯৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৫৭ কোটি ৪০ লাখ টাকার বা ৯ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬০ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ কমে ৫ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ১১ দশমিক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ২৪টির এবং অপরবর্তিত রয়েছে ২৬৩টির।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছ দশমিক ৫১  শতাংশ বা ৩  হাজার ৩৫২ কোটি  টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা।

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন