ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন

ট্রাস্ট ইসলামী লাইফসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মোট ১৪১টি বা ৩৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৩১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ  ৮৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স ২ টাকা ৩০ পয়সা বা ৮.৩০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিভিও পেট্রোর ৭.৫১ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৫.৩১ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪.৫৬ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪.৪৮ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৪.৪৫ শতাংশ ও চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৯ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন