ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

জাহাজ বিক্রি করবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন এমটি বাংলার জোত্যি এবং এমটি বাংলার সৌরভ নামে দুইটি জাহাজ বিবক্রি করবে।

গতকাল ১৪ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় জাহাজ বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমটি বাংলার জোত্যি এবং এমটি বাংলার সৌরভ নামে দুইটি জাহাজ গত ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পরযন্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে জাহাজ দুইটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিএসসি।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন, ২০২৪ সালে কোম্পানিটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন