ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন

এস এস স্টিলের ইন্ডিপেনডেন্ট পরিচালক শাহাদাত রহমান মারা গেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিলের ইন্ডিপেনডেন্ট পরিচালক শাহাদাত রহমান মারা গেছে। বুধবার (১৫) জানুয়ারি তাঁর স্ত্রী রোবাইয়াত ফাতিমা তনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রোবাইয়াত ফাতিমা তনি তার ফেসবুকে লিখেছেন, ‘সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে’।

অসুস্থ হয়ে ব্যাংককের হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন শাহাদাত রহমান। গত বছর অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান। দুইমাস তনি দুই দেশে যাওয়া আসার মধ্যে ছিলেন। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী।

শাহাদাত রহমান তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই উদ্যেক্তা। দেশের বুকে তার ১২টি শোরুম রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন