ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

২৮৭ কোম্পানির দর বৃদ্ধিতে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ২৮৭ কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে টাকার অংকে ৮৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৮৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া  ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ২৮৭টির, দর কমেছে  ৩২টির এবং দর অপরিবর্তিত রয়েছে  ৫৩টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন