পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের একজন মনোনীত পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের একজন মনোনীত পরিচালক হলেন এ কে এম সদরুল ইসলাম। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের লিমিটেডের ৫১৫টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজার দরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটির এই মনোনীত পরিচালক।
ইবনে সিনার মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৪৪.৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৯.৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের ৩৫.৮৩ শতাংশ শেয়ার আছে।
