ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৮২টি বা ৭১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৪৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেডের। আজ শেয়ারটির দর ২২ টাকা ১০ পয়সা বা ৮.৬৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩২ টাকা ৪০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৬০ পয়সা বা ৭.৫৯ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- বে লিজিং ৭.২৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ৭.১৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ৬.০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক ৫.৯০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৫.৭১ শতাংশ, সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৫.৬৮ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের ৫.৬৩ শতাংশ দর কমেছে।