ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৩:২২ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় যে ৫ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক খাতের কোম্পানি মৌলভিত্তি সম্পন্ন শেয়ার হিসাবে পরিচিত। কিন্তু দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতির কারণে ব্যাংক খাতের অবস্থা নাজুক। বেশিরভাগ ব্যাংক লোকসান গুণছে। বিনিয়োগকারীদের আস্থা সংকটে ব্যাংকগুলোর শেয়ার দরও তলানিতে নেমেছে। তবে সংকটের মাঝেও বিনিয়োগকারীদের আস্থায় রয়েছে ৫ ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর তথ্য মতে, তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে বর্তমানে ১৫টি ব্যাংকের শেয়ার ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। আর বাকী ২১ ব্যাংকের শেয়ার ফেসভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। গত ১ বছরে সবচেয়ে বেশি দর বেড়েছে ৫টি ব্যাংকের শেয়ারে।

ব্যাংক গুলো হচ্ছে- মিডল্যান্ড ব্যাংক , ব্রাক ব্যাংক,  ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও প্রাইম ব্যাংক পিএলসি।

মিডল্যান্ড ব্যাংক

গত এক বছরে (১৭ জানুয়ারি,২০২৪-৯, জানুয়ারি,২০২৫) মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দর ১৪ টাকা ৯০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক বছরে শেয়ারটির দর ১৯ টাকা বা  ১২৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ৩০ পয়সা। আর সর্বোচ্চ দর ৩৬ টাকা ১০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছিল।

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের শেয়ার দর দীর্ঘদিন ফ্লোর প্রাইসে আটকে ছিল। গত ৪ আগষ্ট ইসলামী ব্যাংকের শেয়ার দর ৩২ টাকা ৬০ পয়সা ছিল; ৯ জানুয়ারি শেয়ারটি সর্বশেষ ৪৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়।

আলোচ্য সময়ে ইসলামী ব্যাংকের শেয়ার দর ১৬ টাকা ৫০ পয়সা বা ৫০  শতাংশ বেড়েছে। গত এক বছরে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ৩২ টাকা ৬০ পয়সা। আর সর্বোচ্চ দর ৭১ টাকা ১০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছিল।

ব্রাক ব্যাংক

গত এক বছরে ব্রাক ব্যাংকের শেয়ার দর ৩৫ টাকা ৮০ পয়সা থেকে ৫০ টাকা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা বা ৩৯.১০ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ৩২ টাকা ৩০ পয়সা। আর সর্বোচ্চ দর ৫৮ টাকা ৯০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছিল।

প্রাইম ব্যাংক

গত এক বছরে (১৭ জানুয়ারি,২০২৪-৯, জানুয়ারি,২০২৫) প্রাইম ব্যাংকের শেয়ার দর ২১ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক বছরে শেয়ারটির দর ২ টাকা ৩০ পয়সা বা ১০  শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ১৮ টাকা ১০ পয়সা। আর সর্বোচ্চ দর ২৫ টাকা ১০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছিল।

পূবালী ব্যাংক

গত এক বছরে (১৭ জানুয়ারি,২০২৪-৯, জানুয়ারি,২০২৫) পূবালী ব্যাংকের শেয়ার দর ২৭ টাকা ৫০ পয়সা থেকে ২৯ টাকা ৮০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক বছরে শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৮  শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ব্যাংকটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা। আর সর্বোচ্চ দর ৩১ টাকা ৫০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন