ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ২:৪২ পূর্বাহ্ন

দেড় ঘণ্টায় ১৪৯ কোম্পানির দর বৃদ্ধি

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯টি কোম্পানির দর বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র জানায়, রবিবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৮  পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার  ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার দর।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন