নিজস্ব প্রতিবেদক
বিদায়ী বছরে (৩০ জুন ২০২৪) দেশের অন্যান্য খাতের ন্যায় আইটি খাতও নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ব্যবসা পরিচালিত হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই খাতের অধিকাংশ কোম্পানি রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিদায়ী বছরে মুনাফা করেছে। আবার কিছু কোম্পানি চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারায় লোকসান করেছে। তবে চলতি বছরে (২০২৫) আইটি খাতের ব্যবসা আরও ভালো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এডিএন টেলিকম লিমিটেডের কোম্পানি সচিব মো. মনির হোসেন বিজনেস আই বাংলাদেশকে বলেন, জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত যেকোনো সময় দেশের পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। এব্যাপারে আমাদের সবার সজাগ থাকতে হবে। এরমধ্য দিয়ে আমাদের ব্যবসা চালিয়ে নিতে হবে। এই মুহূর্তে বলা যাবে না, নতুন বছর (২০২৫) আইটি খাত কেমন করবে। আসছে বছরে দেশ আরও বেশি অস্থিতিশীল হতে পারে। আবার স্থিতিশীলও থাকতে পারে। পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে ব্যবসা পরিচালিত হবে। তবে আমরা আশাবাদী আগের বছরের তুলনায় নতুন বছর আইটি খাতের ব্যবসা ভালো হবে।
ইজেনারেশন পিএলসি-এর কোম্পানি সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, সবকিছু স্বাভাবিকভাবে চলছে না। বর্তমানে ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। সবাইকে স্ট্রাগল করতে হচ্ছে। তারপরেও এর মধ্যে ব্যবসা চালিয়ে যেতে হবে। আশা করি নতুন বছর দেশের পরিস্থিতি সামগ্রিকভাবে ভালো হবে। তখন ব্যবসারও আরও উন্নতি হবে।
অগ্নি সিস্টেমস লিমিটেড-এর কোম্পানি সচিব আল হেলাল মো. মৌদুদ আহাম্মেদ বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। বর্তমানে সবকছিুই রিফর্ম হচ্ছে। এরমধ্যে দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনাও ঘটেছে। অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়েই ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। আগামীতেও করতে হবে। আশা করি ২০২৫ সালে এই খাতের ব্যবসায় আরও গতি বাড়বে।
