ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:২৮ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রায় ২৪ শতাংশ লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর লেনদেন বাড়লেও বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৭৩২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯২ কোটি  ৪৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৪০ কোটি ৪৯ লাখ টাকার বা ২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫ দশমিক ১৯ পয়েন্ট বা  দশমিক ১০ শতাংশ কমে ৫ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ২০৮টির এবং অপরবর্তিত রয়েছে ৫০টির।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪০ শতাংশ বা ২ হাজার ৬৫৮ কোটি  টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ২৯৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৯৫১ কোটি টাকা।

 

 

 

 

 

 

 

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন