ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

ফাইন ফুডসসহ সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪৪ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৪ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৭১ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৬৬ লাখ, অগ্নি সিস্টেমসের ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ৭ কোটি ২০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ কোটি ৯৭ লাখ, গ্রামীণফোনের ৬ কোটি ৬৬ লাখ ও রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন