ঋণ কেলেঙ্কারির দায়ে ভুগতে থাকা ছয়টি ব্যাংকে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত টাস্কফোর্স। এ ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।
টাস্কফোর্সের কার্যক্রম শুরুর আগে এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ছুটির উদ্দেশ্য হলো ফরেনসিক অডিটের প্রক্রিয়ায় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা।

টাস্কফোর্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ছয় ব্যাংকের অনিয়মের ধরন, ঋণ সুবিধাভোগীদের পরিচয়, ঋণের গন্তব্য, এবং ব্যাংকের আর্থিক মান বের করার জন্য প্রথম ধাপের অনুসন্ধান চলছে। আন্তর্জাতিক দুটি অডিট ফার্মও টাস্কফোর্সের সঙ্গে যুক্ত হচ্ছে।
এই ছয় ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ চারটি ব্যাংক দীর্ঘদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, এস আলম বিভিন্ন নামে ঋণ নিয়ে তা খেলাপি করেছেন। ক্ষমতার পালাবদলের পর নতুন গভর্নর আহসান এইচ মনসুর এসব ব্যাংকের পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, টাস্কফোর্স আর্থিক স্থিতিশীলতা রক্ষার জন্য ব্যাংকগুলোর মন্দ সম্পদ, ঋণের প্রকৃত অবস্থা, তারল্য পরিস্থিতি এবং নিট মূলধন নির্ণয় করবে। এছাড়া, কাগজে-কলমে তৈরি করা ভুয়া সম্পদ চিহ্নিত করতেও কাজ করবে।

ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকার ধুঁকতে থাকা ব্যাংকিং খাতে সংস্কার শুরু করে। নতুন গভর্নর ১১টি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেন এবং সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোতে নতুন ঋণ দেওয়া স্থগিত করেন। টাস্কফোর্স গঠনও তারই অংশ।
টাস্কফোর্সের কাজ শেষ করতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।