ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন

প্রথম ঘণ্টায় ১৪৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধিতে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিট পরযন্ত ডিএসইতে ১৪৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র জানায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার  ২২৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৮ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯৪টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন