পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ৩০ জানুয়ারি পরযন্ত আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, পাওয়ার গ্রীড ২০২৪ সালের বোর্ড সভার জন্য আগামী ১৬ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে।