দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৫ জানুযারি) নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি। সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে প্রষ্ঠিানটি নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে ডিএসইর প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিজনেস আই বাংলাদেশকে বলেন, ডিএসইর সার্ভারে সম্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। তবে খুব দ্রুত ডিএসইর লেনদেন চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে ডিএসই তাদের ওয়েসাইটে প্রকাশিত খবরে জানিয়েছিল, প্রতিষ্ঠানটি অনিবারয কারণে নির্ধারিত সময় সকাল ১০টায় লেনদেন শুরু করতে পারেনি। ডিএসই কখন লেনদেন শুরু করবে তা পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে।
অপর বাজার চট্ট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) স্বাভাবিক নিয়মে লেনদেন চলছে।