ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র লেনদেন যথাসময়ে শুরু করতে না পারায় সকলের সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে আজ ৫ জানুয়ারি ২০২৫ তারিখে ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে। উক্ত সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়৷ ডিএসই’র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১:৩০ মিনিটে লেনদন শুরু করা হয় এবং লেনদেন কার্যক্রম দুপুর ৩:০০টা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়৷
যথাসময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সকলের সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য যে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।
