দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (৫ জানুযারি) সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে লেনদেন সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে। ডিএসইর লেনদেন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পরযন্ত চলবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পোস্ট ক্লোজিং সেশন দুপুর ২টা ৫০ থেকে বিকাল ৩টা পরযন্ত। এর আগে সার্ভারে সমস্যা বা কারিগরি ত্রুটির কারণে প্রষ্ঠিানটি নির্ধারিত সময় সকাল ১০টায় লেনদেন শুরু করতে পারেনি।
এ প্রসঙ্গে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বিজনেস আই বাংলাদেশকে বলেন, ডিএসইর সার্ভারে সম্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। তবে খুব দ্রুত ডিএসইর লেনদেন চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইতোমধ্যে ডিএসইর লেনদেন শুরু হয়েছে। সকাল ১১টা ৩২ মিনিটে ডিএসইর সব ধরনের মূল্য সূচকের উত্থান রয়েছে। এই সময়ে ডিএসইতে ৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।