ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ন

২০২৪ সালে ডিএসই বাজার মূলধন হারিয়েছে ১ লাখ ১৮ হাজার কোটি টাকার

বিদায়ী বছর ২০২৪ সাল ছিল বিনিয়োগকারীদের জন্য এক দুর্বিসহ সময়। বছরের বেশিরভাগ সময় তীব্র দরপতনে পুঁজি হারিয়ে নি:স্ব হয়েছে বিনিয়োগকারীরা। এর ফলে গত ১ বছরে ডিএসইর বাজার মূলধন কমেছে  ১ লাখ ১৮ হাজার কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৪ সালের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮২৩ কোটি ৪২ লাখ টাকার। আর বছর শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬২ হাজার ৬১৯ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ লাখ ১৮ হাজার ২০৩ কোটি ৬০ লাখ টাকার বা ১৫.১৪ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন