চলতি বছরজুড়ে পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১ হাজার ৩৭৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করা হয়েছে। এ সময়ে আইপিও’র মাধ্যমে ৪টি এবং কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ২টি কোম্পানি এ মূলধন সংগ্রহ করে। দুটি ব্যাংক বন্ড ছেড়ে মূলধন সংগ্রহও করা হয়েছে।
এর আগের বছরে অর্থাৎ ২০২৩ সালে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে তিনটি, কিউআইওর মাধ্যমে তিনটি, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একটি ও চারটি বন্ড ইস্যু করে মোট ১ হাজার ৮৪২ কোটি টাকার মূলধন সংগ্রহ করা হয়েছিল।

সে হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরে পুঁজিবাজার থেকে ৪৬৭ কোটি টাকার কম মূলধন সংগ্রহ করা হয়েছে।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, চলতি বছরে পুঁজিবাজার থেকে আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ করা কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংক লিমিটেড ১০০ কোটি টাকা, বেস্ট হোল্ডিংস লিমিটেড লিমিটেড ৩৫০ কোটি টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৯৫ কোটি টাকা এবং টেকনো ড্রাগস লিমিটেড ১০০ কোটি টাকা সংগ্রহ করেছে। কিউআইওর মাধ্যমে মূলধন সংগ্রহ করা কোম্পানিগুলোর মধ্যে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড ৫ কোটি টাকা এবং ওয়েব কোটস পিএলসি ৫ কোটি টাকা সংগ্রহ করেছে।

এছাড়া, সাউথইস্ট ব্যাংক ফাস্ট পারপেচুয়াল বন্ড ৪৫০ কোটি এবং ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ড ২৭০ কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে।