বিদায়ী বছর ২০২৪ সাল নানা অস্থিরতা, অনিশচয়তায় কেটেছে বিনিয়োগকারীদের। বছরের বেশিরভাগ সময় পুঁজিবাজার তীব্র দরপতন অব্যাহত ছিল। তীব্র দরপতনের প্রতিবাদে পুঁজি হারিয়ে নি:স্ব বিনিয়োগকারীরা রাস্তায় নামে। ২০২৩ সালে পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থান থাকলেও ২০২৪ সালে কমেছে ডিএসইর সব ধরনের মূল্য সূচক।গত এক বছরে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৩০.০৬ পয়েন্ট বা ১৬.৪৯ শতাংশ কমেছে।
ঢাকা স্ট্ক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইএক্স সূচক
বছরের শুরুতে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এর অবস্থান ছিল ৬ হাজার ২৪৬.৫০ পয়েণ্ট। আর বছরে শেষ দিন এসে সূচক ৫ হাজার ২১৬.৪৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিকে ২০২৩ সালে বছরের শুরুতে ডিএসই এক্স সূচকের অবস্থান ছিল ৬ হাজার ২০৬.৮১ পয়েণ্ট। আর বছর শেষে সূচকের অবস্থান ছিল ৬ হাজার ২৪৬.৫০ পয়েন্ট। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসই প্রধান সূচক বেড়েছিল দশমিক ৬৪ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ডিএসই প্রধান সূচক সর্বোচ্চ ৬ হাজার ৪৪৭.০৭ পয়েন্ট বেড়েছিল। আর সূচকটি সর্বনিম্ন ৪ হাজার ৮৯৮.৫৩ পয়েন্টে নেমেছিল। ২০২৩ সালে সূচকটির সর্বোচ্চ অবস্থা ছিল ৬ হাজার ৩৬৭.৪২ পয়েন্ট। আর সর্বনিম্ন অবস্থান ছিল ৬ হাজার ১৭৭.৮৮ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক
বছরের ব্যবধানে কমেছে ডিএস৩০ সূচকও। ২০২৪ সালের শুরুতে ডিএসই-৩০ সূচকের অবস্থান ছিল ২ হাজা ৯৩.৮৩ পয়েন্ট। আর বছরে শেষ দিন এসে সূচক ১ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ বছরের ব্যবধানে সূচকটি কমেছে ১৫৪.১ পয়েন্ট।
এদিকে ২০২৩ সালে বছরের শুরুতে ডিএস-৩০ সূচকের অবস্থান ছিল ২ হাজার ১৯৫ পয়েণ্ট। আর বছর শেষে সূচকের অবস্থান ছিল ২ হাজার ৯৩ পয়েন্ট। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএস-৩০ সূচক কমেছিল ১৫৪.১ পয়েন্ট বা ৪.৬২ শতাংশ।
২০২৪ সালে ডিএস-৩০ সূচক সর্বোচ্চ ২ হাজার ১৯৭ পয়েন্ট বেড়েছিল। আর সূচকটি সর্বনিম্ন ১ হাজার ৮০৩ পয়েন্টে নেমেছিল। ২০২৩ সালে সূচকটির সর্বোচ্চ অবস্থা ছিল ২ হাজার ২২৪.১৫ পয়েন্ট। আর সর্বনিম্ন অবস্থান ছিল ২ হাজার ৮৭.৬৪ পয়েন্টে।
ডিএসই শরীয়াহ সূচক
বছরের ব্যবধানে কমেছে ডিএসই শরীয়াহ সূচকও। ২০২৪ সালের শুরুতে ডিএসই শরীয়াহ সূচকের অবস্থান ছিল ১ হাজার ৩৬৪ পয়েন্ট। আর বছরে শেষ দিন এসে সূচক ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ বছরের ব্যবধানে সূচকটি কমেছে ১৯৫.২৩ পয়েন্ট বা ১৪.৩১ শতাংশ।
এদিকে ২০২৩ সালে বছরের শুরুতে ডিএসই শরীয়াহ সূচকের অবস্থান ছিল ১ হাজার ৩৫৮ পয়েণ্ট। আর বছর শেষে সূচকের অবস্থান ছিল ১ হাজার ৩৬৪ পয়েন্ট। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএস-৩০ সূচক বেড়েছি দশমিক ০.৩৯ শতাংশ।
২০২৪ সালে ডিএসই শরীয়াহ সূচক সর্বোচ্চ ১ হাজার ৩৯৮ পয়েন্ট বেড়েছিল। আর সূচকটি সর্বনিম্ন ১ হাজার ৮৭ পয়েন্টে নেমেছিল। ২০২৩ সালে সূচকটির সর্বোচ্চ অবস্থা ছিল ১ হাজার ৩৮৭ পয়েন্ট। আর সর্বনিম্ন অবস্থান ছিল ১ হাজার ৩৪২ পয়েন্টে।