বিদায়ী বছরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটেও নেতিবাচক প্রভাব রয়েছে। এক বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন ৩৭ দশমিক ৭৪ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৪ সালে শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন দাঁড়ায় ৯ হাজার ২৫১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা। ২০২৩ সালের শেষ কার্যদিবস পর্যন্ত ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল ১৪ হাজার ১৭৭ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকা। এ হিসেবে বছরের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন কমেছে ৪ হাজার ৯২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা বা ৩৭.৭৪ শতাংশ।
২০২৪ সালে ডিএসইতে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ২৯৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ব্লকে সবচেয়ে কম লেনদেন হয়েছে ৪ কোটি ৮৫ লাখ টাকার। আলোচ্য বছরে ব্লকে দৈনিক গড়ে ৩৯ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
অন্যদিকে ২০২৩ সালে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ২৭৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আর ব্লকে সবচেয়ে কম লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫২ লাখ টাকার। আলোচ্য বছরে ব্লকে দৈনিক গড়ে ১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
