পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি বগুড়ায় শিল্প প্লট কেনার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে কোম্পানিটি একটি অয়েল ট্যাংকারও কিনবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০৯ ডেসিমেল জমি কিনবে বগুড়ার শাহজানপুর থানায়। এই জমি কিনতে কোম্পানিটির ১৮ কোটি ৮১ লাখ টাকা ব্যায় হবে। এমজেএল বিডি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ করতে জমি কিনবে।
কোম্পানিটি আরও জানায়, পুরোনো ট্যাঙ্কার ভেসেল এমটি ওমেরা লিগ্যাসি প্রতিস্থাপনের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ সেকেন্ড হ্যান্ড অ্যাফরাম্যাক্স ওয়েল ট্যাংকার “এমটি নিসোস ডেলোস” কেনার অনুমোদন দিয়েছে। ১২ বছর বয়সী এই অয়েল ট্যাংকারের ধারণ ক্ষমতা ১ লাখ ১৫ হাজার ৬৯০ মেট্রিক টন। এই অয়েল ট্যাংকার কিনতে কোম্পানিটির ৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে।