ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১০:১১ অপরাহ্ন

২২৫ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৫টি বা ৫৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৯২ কোটি ১৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৮২ কোটি ১৯ লাখ টাকার।

রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৩ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৫টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৪টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৬ পয়েন্ট।

সিএসইতে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯২টির দর বেড়েছে, কমেছে ৫৭টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে ৪ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন