ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (২৯ ডিসেম্বর) ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৫২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সান লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ১ কোটি ৭৪ লাখ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৬ কোটি ১০ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার ৩ কোটি ৯৩ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ১ কোটি ৮ লাখ, রিল্যায়েন্স ওয়ান ১ কোটি ৯২ লাখ, রেনাটা ১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।