ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:২২ পূর্বাহ্ন

বোনাস লভ্যাংশে এখনও সম্মতি পায়নি জেমিনি সী

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে এখনও সম্মতি পায়নি। কোম্পানির এজিএমে শুধু নগদ লভ্যাংশ অনুমোদন করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোম্পানির এজিএমে সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হবে।

গত ৫ ডিসেম্বর কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল। এই রেকর্ড ডেট শুধুমাত্র কোম্পানির সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কোম্পানিটি আরও জানায়, বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বোনাস লভ্যাংশে সম্মতি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য , ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জেমিনি সী ফুড ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষনা করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন