বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)) ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে তিন ব্যাংক। আলোচ্য সপ্তাহে ব্যাংকগুলো ব্লকে মোট ২৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্যাংকগুলো হচ্ছে- সোস্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোস্যাল ইসলামী ব্যাংক
ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির। সপ্তাহজুড়ে ব্যাংকটির ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ ৮ টাকা ৮০ পয়সা দরে ব্লক মার্কেটে লেনদেন করে। ব্যাংকটির পিই রেশিও রয়েছে ৪৪ পয়েন্ট।

ব্যাংক এশিয়া
ব্যাংক এশিয়া ৬ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। গত সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ ১৬ টাকা ৮০ পয়সা দরে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করে। ব্যাংকটির পিই রেশিও রয়েছে ৭.১৬ পয়েন্ট।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
আর ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে সপ্তম অবস্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। গত সপ্তাহে ব্যাংকটি ১৯ টাকা ৬০ পয়সা দরে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করে। ব্যাংকটির পিই রেশিও রয়েছে ২৫.৭৯ পয়েন্ট।