খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি (ওবাক) আয়োজিত পুনর্মিলনী জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় স্কুল প্রাঙ্গণ মুখরিত ছিল।
সকাল ৮টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রথম ব্যাচের ছাত্র হাফিজুর রহমান ময়না, আয়োজনের সভাপতি শাহ মো. ওয়াজি-উল্লাহ রিপনের নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও ওবাকের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এরপর এসেম্বলি ও র্যালির মাধ্যমে শুরু হয় দিনব্যাপী আয়োজন। বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের পরিচিতি পর্ব ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা ছিল মূল আকর্ষণ। দুপুরের বিরতিতে ছিল সুস্বাদু খাবারের আয়োজন, যা নতুন উদ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাণবন্ত সূচনা করে।
স্মৃতির স্রোতে বন্ধুত্বের বাঁধন
প্রাক্তন শিক্ষার্থীরা জানায়, এই পুনর্মিলনী তাদের কৈশোরের দিনগুলোতে ফিরে যেতে সাহায্য করেছে। ২০০৬ ব্যাচের সাবা শারীক বলেন, “দীর্ঘদিন পর অনেক বন্ধুর সাথে দেখা হওয়ার সুযোগ হলো।” বর্তমানে তিনি মাইক্রোসফটে কর্মরত।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠার মুহূর্ত
বিকেল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শীতের পিঠাপুলি আর গানবাজনায় পুরো প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যায় শুরু হয় আয়োজনের মূল আকর্ষণ ব্যান্ড শো। দেশবরেণ্য ব্যান্ড দল ওয়্যারফেজ এবং জলের গানসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ব্যান্ডগুলোর পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
আতশবাজির আলোয় সমাপ্তি
আনন্দ, সংগীত এবং বন্ধুত্বের স্মৃতি দিয়ে পরিপূর্ণ এই দিনটির সমাপ্তি হয় রঙিন আতশবাজির ঝলকানিতে। ওবাকের এই পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে এক অনন্য অধ্যায় হিসেবে থেকে যাবে।