ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২০ মিনিট পরযন্ত ডিএসইতে ৮৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।
সূত্র জানায়, সোমবার (১৯ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার দর।