ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন

রাইট ইস্যু সংশোধন করবে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত রাইট ইস্যু সংশোধন করবে। একারণে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিদ্যমান ৩টি শেয়ারের বিপরীতে ১টি করে রাইট শেয়ার পাবে বিনিয়োগকারীরা। রাইট শেয়ারের ইস্যু মূল্য ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নিতে আগামী ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় হাইব্রিড সিস্টেমে ইজিএম অনুষ্ঠান করবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটি আরও জানায়, রাইট ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে বিনিয়োগ করবে এবং মেয়াদী ঋণ পরিশোধ করবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন