ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ‘জেড’ ক্যাটাগিরর ২ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় বা টপটেন গেইনারে ছিল দুই ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ ও হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের ব্যবধানে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ১৬.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে  ১৮ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

বস্ত্র খাতের খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ (সাবেক আর.এন স্পিনিং) দীর্ঘদিন ধরে লোকসানে রয়েছে। কোম্পানিটি গত ৪ বছর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

হামি ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৫৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৫ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে  ৯৮ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিকে জেড ক্যাটাগরির হামি ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত লোকসানে রয়েছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৬ কোটি ১৯ লাখ টাকা।

দীর্ঘদিন কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দিলেও চলতি বছরের মার্চ মাসে ১ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন