ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (১৫-১৯,ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কিছুটা কমলেও বেড়েছে বাজার মূলধন। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে  ৬ লাখ ৫৯ হাজার ২০৫ কোটি ৫১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ০৩ শতাংশ বা  ৬ হাজার ৭০৯ কোটি ১৬ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কিছুটা কমেছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৪৯২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১০ কোটি ৯২  লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১১৮ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন কমেছে।

এদিকে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৬.১৪ পয়েন্ট বা ২ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৫ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৬ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ২৭ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ১৬৮টির এবং অপরবর্তিত রয়েছে ৫৭টির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন