প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮০ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতে নিল টাইগাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি।
টাইগারদের এই অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ক্রিকেটের দামাল ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান আরো বলেন, এখন যেমন ছেলেরা সত্যিই ভালো খেলছেন আবার যখন খেলবেন তখনও তারা ভালো খেলবেন এই প্রত্যাশা করি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি-টোয়ান্টি দলের ক্রিকেটার ও কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন।
বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল টি-টোয়েন্টি তারেক রহমানের অভিনন্দন
