ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১:১১ অপরাহ্ন

সহযোগী কোম্পানিতে ৩১ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক পিএলসি সহযোগী প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠানে ৩১ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে।

বুধবার ১৮ ডিসেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি  ফ্রেশ মূলধন হিসাবে ট্রাস্ট আজিয়াটা লিমিটেডে ৩১ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাস্ট আজিয়াটা সম্পূর্ণ ট্রাস্ট ব্যাংকের মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।

ট্রাস্ট ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাহফুজুর রহমান বিজনেস আই বাংলাদেশকে বলেন, ট্রাস্ট আজিয়িাটা লিমিটেডে মূলধন ঘাটতি রয়েছে। তাই আমরা কোম্পানিটির মূলধন শক্তিশালী করতে এবং ব্যবসা বাড়াতে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন