ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

সূচকের উত্থান-পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২৫ মিনিট পরযন্ত ডিএসইতে ১৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র মতে, বুধবার (১৮ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২২৪ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টি কোম্পানির শেয়ার দর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন