ব্লুমবার্গের এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) তালিকায় নতুন করে আরও তিনটি বাংলাদেশি কোম্পানি স্থান করে নিয়েছে। এর ফলে ওই তালিকায় বাংলাদেশের শেয়ারবাজারের মোট কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টি-তে।
নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া তিন কোম্পানি হলো: বিএসআরএম লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং এমজেএল বাংলাদেশ।

এর আগে ২০২৩ সালে প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদনে তালিকাভুক্ত ৭ কোম্পানির মধ্যে রয়েছে: বিএটি বাংলাদেশ (বিএটিবি), গ্রামীণফোন, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
বাংলাদেশের কর্পোরেট জগতে টেকসই উন্নয়নের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত উদ্ভাবন বিশেষভাবে উল্লেখযোগ্য। দৃষ্টান্ত হিসাবে বিএসআরএম পানি পুনর্ব্যবহার ও বায়ুদূষণ রোধে উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করেছে এবং লাফার্জহোলসিম বাংলাদেশ নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে কাজ করছে।
ব্লুমবার্গ এই তালিকায় স্থান পাওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর টেকসই উদ্যোগের স্বেচ্ছায় তথ্য সংগ্রহ করে এবং এই মূল্যায়নে গুণগত তথ্যের তুলনায় পরিমাণগত তথ্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। গত বছর তালিকায় স্থান পাওয়া বিএটি বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।
