আগের দুই কর্মদিবসের বড় উত্থানের পর বুধবার মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন বাজারে শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপ বেশি ছিল। এর ফলে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৪০২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৭ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১৬ লাখ টাকার।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ২৫৮টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৬টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮ পয়েন্ট।
সিএসইতে ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৬৫টির দর বেড়েছে, কমেছে ৯২টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে।
বুধবার সিএসইতে ১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।