পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের ১৯ কোম্পানির মধ্যে জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা করছে ৫ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এসিআই, রেনাটা ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
একনজরে মুনাফার শীর্ষ ৫ কোম্পানির চিত্র তুলে ধরা হলো:
স্কয়ার ফার্মা
শেয়ারবাজারের ওষুধ খাতের কোম্পানিগুলোর মধ্যে গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফায় শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। কোম্পানিটি এই তিন মাসে ৫৫২ কোটি টাকা মুনাফা করেছে।
বেক্সিমকো ফার্মা
মুনাফার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মা। কোম্পানিটি গত জুলাই-সেপ্টেম্বরে ১৬৯ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ কোটি টাকা বেশি।
এসিআই
আলোচ্য প্রান্তিকে মুনাফায় তৃতীয় অবস্থানে ছিল এসিআই। কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে ৭৩ কোটি টাকা মুনাফা করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।
রেনাটা
মুনাফায় চতুর্থ অবস্থানে ছিল রেনাটা। কোম্পানিটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৫৬ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৫ কোটি টাকা কম।
একমি ল্যাবরেটরিজ
মুনাফার দিক থেকে পঞ্চম অবস্থানে ছিল একমি ল্যাবরেটরিজ। কোম্পানিটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৫৫ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ কোটি টাকা কম।