ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৪২ পূর্বাহ্ন

এবার যুক্তরাষ্ট্রের বাজারে রেনাটার ওষুধ

অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রের (ইউএস) বাজারে পাওয়া যাচ্ছে রেনাটার ওষুধ। কোম্পানিট সফলভাবে রসুভাস্টেইনের প্রথম চালান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রেনাটার উৎপাদিত রসুভাস্টেইন যুক্তরাষ্ট্রের বাজারে রোলিপ নামে পরিচিত। রোলিপ এখন ইউএস মার্কেটে খুব সহজেই পাওয়া যাচ্ছে। ইউএস বাজারে রোলিপের ৫এমজি, ১০এমজি,২০এমজি এবং ৪০ এমজি ট্যাবলেট পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে কোম্পানিট যুক্তরাজ্যে (ইউকে)  সাট্রালাইন ১০০এমজি ও প্রোপিলথিওরাসিল ৫০এমজি ট্যাবলেট নামে দুইটি ওষুধ পাঠায়। আর অস্ট্রেলিয়ার বাজারে জেনেরিক ভার্সনের ক্যাবারগোলিন ০.৫ এমজি ওষুধ রপ্তানি করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন