শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কর্পোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল) শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিডিবিএল আইসিবির ১০ লাখ শেয়ার বেচবে। এই কর্পোরেট পরিচালকের কাছে আইসিবির মোট ২১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৯৯টি শেয়ার আছে।
এই কর্পোরেট উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
উল্লেখ্য, আইসিবির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬৯.৪৯ শতাংশ, সরকারের কাছে ২৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১.৭৫ শতাংশ, ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১.৭৬ শতাংশ শেয়ার আছে।
