ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

সূচকের সাথে লেনদেনেও উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১০টি বা ৫৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও সাড়ে ৪০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৫০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১৪৬ কোটি ৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। রবিবার লেনদেন হয়েছিল ৩০৪  কোটি ১০ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, দর কমেছে ১১০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৬টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৪  পয়েন্ট।

সিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯৯টির দর বেড়েছে, কমেছে ৫৬টির আর ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার সিএসইতে ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন