কানাডার টরন্টোতে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে মুক্তবুদ্ধি চর্চা সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত ছিল বিজয় দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান সহ সকল বয়সের মানুষের।
এ দিন শ্রদ্ধা ও ভালোবাসায় মুক্তিযুদ্ধের স্মৃতি ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পদভারে মুখরিত ডন অন ড্যানফোর্থ হলটি ছিল স্মরণ কালের ইতিহাসে কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানের মাধ্যমে আয়োজকরা প্রত্যয় ব্যক্ত করেন, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, বিশ্ববাসীর কাছে দেশকে আরও ব্যাপকভাবে তুলে ধরবে।


















