পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইল ওয়াইজ স্টার টেক্সটাইল মিলের সাথে শেয়ার বিক্রির চুক্তি বাতিল করেছে।গত রোববার (১৫,ডিসেম্বর) কোম্পানির বৈঠকে শেয়ার বিক্রির চুক্তি বাতিল করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য চুক্তির অবসান প্রয়োজন ছিল। চুক্তি বাতিলের প্রাথমিক কারণ হিসেবে কোম্পানিটি আলোচ্য চুক্তিকে ঘিরে বিতর্কিত কার্যক্রম উল্লেখ করেছে।
এর আগে, ২০২৩ সালের আগস্টে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস এবং পাঁচটি সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানিকে রিং শাইনের ৩৮ শতাংশ শেয়ার কেনার অনুমতি দেয়। যে শেয়ারগুলো স্পনসর-পরিচালকদের কাছে ছিল।
পরে সেই বছরের সেপ্টেম্বরে রিং শাইন এর পরিচালনা পর্ষদ ওয়াইজ স্টার এবং এর সহযোগীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
কোম্পানিটি জানায়, কোম্পানির বর্তমান বোর্ড সম্ভাব্য মালিকদের সম্পর্কে বিএসইসিকে তাদের মতামত জানিয়েছে যাতে টেকওভারের পরে কোনো সমস্যা দেখা দিলে রিং শাইনকে জবাবদিহি করতে না হয়।
রিং শাইন এর বর্তমান বোর্ড দেখেছে, ২০২১ সালে থেকে ওয়াইজ স্টারের বাণিজ্যিক কার্যক্রমের কোনো রেকর্ড নেই। কোম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র ২০ হাজার টাকা এবং অনুমোদিত মূলধন ৩ কোটি টাকা।