ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ন

উৎপাদন শুরু করেছে ন্যাশনাল টি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড উৎপাদন শুরু করেছে। কোম্পানির সমস্ত বাগানের শ্রমিকরা গত ১০ ডিসেম্বর তাদের কাজ শুরু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে ডিএসইর প্রশ্নের জবাবে গত ১০ ডিসম্বের কোম্পানির শ্রমিকরা কাজে যোগদান করতে অস্বীকার করার কারণে উৎপাদন স্থগিত করার বিষয়ে জানিয়েছিলো কোম্পানিটি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটি ২০২৩ হিসাববছরে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। কোম্পানিটি এখনও ২০২৪ সালের বোর্ড সভা অনুষ্ঠান করেনি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৩৮ কোটি ৪১ লাখ টাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন