পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ কমেছে। কোম্পানিটির প্রতি আস্থা না থাকায় এমনটি হচ্ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
ডিএসই সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০২৩ সালে অগ্নি সিস্টেমসের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১২ দশমিক ৩০ শতাংশ। আর সর্বশেষ ৩০ নভেম্বর ২০২৪ সালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার এসে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ গত ১৭ মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কমেছে ২ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ ২ দশমিক ৪১ শতাংশ শেয়ার তারা বিক্রি করেছে।

ডিএসইর তথ্য মতে, গত এক বছরে অর্থাৎ ৫২ সপ্তাহে অগ্নি সিস্টেমসের শেয়ার দর সর্বনিম্ন ২২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৪১ টাকা ৩০ পয়সা পর্যন্ত উঠেছিল। সোমবার (১৫ ডিসেম্বর) শেয়ারটির সমাপনী দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি, যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ার রয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে।
