পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনের উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করেছে। কোম্পানিটির পরযাপ্ত ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে উৎপাদন নিম্নমুখী হচ্ছে বলে জানিয়েছেন কোম্পানি সচিব এএনএম মঈনউদ্দিন।
সম্পতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানায়, কোম্পানিটির গ্যাস-বিদ্যুত লাইন বিছিন্ন রয়েছে। সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে। ডিএসই কোম্পানিটির বর্তমান উৎপাদন পরিস্থিতি এবং ফেসবুকে প্রকাশিত খবর সম্পর্কে জানতে লিবরা ইনফিউশনকে চিঠি পাঠায়।
চিঠির জবাবে কোম্পানি সচিব জানায়, ফেসবুকে প্রকাশিত খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল। ফেসবুকের মিথ্যা খবর আমাদের স্টেকহোল্ডারদের ভুলভাবে পরিচালিত করতে পারে। কোম্পানিটির গ্যাস এবং ইলেকট্রিসিটি লাইন বিছিন্নের খবর সত্য না। তবে পরযাপ্ত ওয়ার্কিং ক্যাপিটালের অভাবে কোম্পানিটি আশানুরূপ উৎপাদন করতে পারছে না।
