পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ ২২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি পেয়েছে। গত ১২ ডিসেম্বর, বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে কোম্পানিটিকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বোনাস লভ্যাংশ বিতরেণের জন্য কোম্পানিটি আগামী ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
উল্লেখ্য, কোম্পানিটি এর আগে ৩০জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।কিন্তু বিএসইসি ২২ শতাংশ বোনাস লভ্যাংশের অনুমোদন দিয়েছে।
