ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

এক দিনেই ডিএসইএক্স বাড়ল ৭৩ পয়েন্ট

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক দিনেই ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৩ পয়েন্ট বা ১ শতাংশ। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন তলানিতে নেমেছে।

রবিবার ডিএসইতে ৩০৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৭ কোটি ৪৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৫১  কোটি ৫৯ লাখ টাকার।

রবিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩২টির, দর কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৯টির।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৯  পয়েন্ট।

সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ৪৭টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে।

রবিবার সিএসইতে ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন