দেশের পুঁজিবাজারে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়াতে অনুসন্ধান করছে টেরা পার্টনার্স ইউএসএ। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিবেশ দেখে পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে টেরা পার্টনার্স ইউএসএ এর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা, সিএফএ।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে সিটি ব্যাংক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. আফনান ইউসুফ ও কোম্পানিটির রিচার্স ও ইনভেস্টমেন্ট হেড একেএম ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়ানো যেতে পারে এসব বিষয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়াও বাংরাদেশে সুন্দর বিনিয়োগ পরিবেশ আছে এবং এদেশের বিনিয়োগ ভবিষ্যত আরো সম্ভবনাময় বলে টেরা পার্টনার্স ইউএসএ এর পক্ষ থেকে অভিমত প্রকাশ করা হয়।

উল্লেখ্য, টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।