বিদায়ী সপ্তাহে (৮-১২,ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনও। এর ফলে নেতিবাচক প্রভার পড়েছে ডিএসইর বাজার মূলধনে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১১ হাজার কোটি টাকার।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকা। আর সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫২ হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ বা ১১ হাজার ২০৮ কোটি ৬২ লাখ টাকা।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেনও তলানিতে নেমেছে। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৬১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২২১ কোটি ৭৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬১০ কোটি ৮২ লাখ টাকর লেনদেন কমেছে।
এদিকে ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯১.৩৯ পয়েন্ট বা ১ দশমিক ৭৬ শতাংশ কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩০ দশমিক ০২ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়হ সূচক। সূচকটি ২৩ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৯৩টির এবং অপরবর্তিত রয়েছে ২৩টির।